ভারতে মহানবী (সাঃ)কে কটুক্তি করায় মনোহরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
শুক্রবার(৪ অক্টোবর)বিকালে ভারতে মহারাষ্ট্রের পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপির নিতেশ রানে কর্তৃক রাসুল (সাঃ) কে অপমাননা মুসলিম নির্যাতন ও বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ও দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরামের ব্যানারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তারা মহানবী(সাঃ)কে কটুক্তি ও অবমাননা দায়ে পুরোহিত রামগিরি মহারাজ ও নিতেশ রানের উপযুক্ত শাস্তি ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা বন্ধের দাবি জানান। এ সময় বক্তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন,আমাদের প্রাণের চেয়ে প্রিয়,মহানবী(সাঃ)কে অবমাননা এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপতৎপরতা কিছুতেই মেনে নেবে না এদেশের ধর্মপ্রিয় মুসলমান। আমরা জীবন দিয়ে হলেও রাসূল(সাঃ)এর সম্মান এবং এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। ইনশাআল্লাহ্