ভৈরবে মাদক নির্মূলে বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
“এসো হাতে হাত ধরি মাদক মুক্ত ভৈরব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে চিরচরে মাদক নির্মূলের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজ। আজ সোমবার
বিকাল ৫টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে মাদক চিহৃিত এলাকা পঞ্চবটিতে মাদকবিরোধী মিছিল করেন ছাত্র ও যুব সমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রাফিউজ্জামান, মোহাম্মদ. মামুন, সিদরাতুল রশিদ পিয়াল, আরাফাত ভূইয়া, আজহারুল ইসলাম রিদম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মোস্তফা সিকদার,ইয়ারফাত পাটোয়ারী, রিয়াদ
ইসলাম, জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, অলিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ভৈরবে স্বর্গরাজ্য তৈরী করেছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের কিছু প্রভাবশালী নেতা, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিকের শেল্টারে
ভৈরবের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মাদক ব্যবসার সয়লাব করেছে।
এসময় বক্তারা বলেন, ছাত্র যুবকদের আন্দোলনে ফ্যাসিস্ট সৈরাচার সরকারের পতন হয়েছে। একটা শহরকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজের ঐক্যতাই যথেষ্ট। বিগত দিনে মানুষ ভয়ে প্রতিবাদ করতে
পারেনি। আজ সাধারণ মানুষ জেগে উঠেছে। ভৈরবে দিন দিন ছুরি ছিনতাই বেড়েছে। এর মূল কারণ মাদক। বক্তারা মাদক ব্যবসায়ীদের চিহৃিত করে আইনের আওতায় নিতে জোর দাবী জানান। মাদক ব্যবসায়ীদের
শেল্টার দাতাদের হুশিয়ারী দিয়ে বলেন, মাদক প্রতিরোধে কোন রকম যড়যন্ত্র হলে তাদের ৫ আগষ্টের মতো লাল হাত দেখানো হবে।
সব শেষে বক্তারা, পঞ্চাবটির চিহৃিত মাদক কারবারি সুমি, সাদ্দাম, সোহাগ, রবিন ও রাজনকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে বিচার করে এলাকা থেকে বিতারিত করতে হবে।