ভৈরব বিএনপির শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন.
- আপডেট সময় : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ‘গণহত্যা’র অভিযোগে শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। (১৫ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ভৈরব
পৌর মাতৃসদনে এ অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।
এসময় আরও ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আরিফ রহমান, পৌর বিএনপির সভাপতি হাজী মো.শাহিন, সাধারন সম্পাদক মো.মজিবুর রহমান। এছাড়া
স্বেচ্চাসেবক দল,যুবদল,ছাত্রদলসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে
জড়িত থাকার দাবি করে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান।