মনোহরদী টু কটিয়াদী সংযোগ রাস্তা ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে যাতায়াতকারীরা।
- আপডেট সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মনোহরদী টু কটিয়াদী সংযোগ রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় জনবহুল এ রাস্তাটি বিপদ সীমা অতিক্রম করেছে। এ রাস্তাটি যেন যাতায়াতকারীর বিপদকে হাত ছানি দিয়ে ডাকে । রাস্তাটি পারাপারের সময়
বহু সংখ্যাক যাত্রী আতঙ্কে শিউরিয়ে উঠে। এটি রাস্তাটি কিশোরগঞ্জ ও নরসিংদীর মধ্যবর্তী সংযোগস্থল। ইতিপূর্বে দু’টি জেলাকে ভাগ করে রেখেছিল একটি নদী। এ দুই জেলার জনসাধারণের
চলাচলের সুবিধার্থে ইতিমধ্যেই নদীর উপর নির্মিত হয় একটি ব্রীজ। ব্রীজটির নিম্নে গতি বাড়লেই আতঙ্ক । এখানে কেও ফসে গেলেই মৃত্যু নতুবা বিকলাঙ্গ। তাই এখানে আসলেই সবাই আতকিংত
হয়ে যায়। এখনো বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও স্থানটি কেউ নিশ্চিন্তে পাড় হতে পারছে না। কটিয়াদী ও মনোহরদীর গুরুত্বপূর্ণ রাস্তার নদীর উপর ব্রীজটি নির্মাণ করেন মনোহরদী উপজেলা
এলজিইডি নরসিংদী। নির্মাণের পর সংলগ্ন রাস্তটি প্রায় ৩০ ফিট্ উচু হওয়ায় বৃষ্টির পানিতে পর্যায়ক্রমে রাস্তাটি ভাঙ্গতে থাকে। ভাঙ্গা রাস্তাটি এখনো মেরামত না করায় জনসাধারণের ভয় আর বিপর্যয়
কিছুতেই পিছু হটছে না। জনস্বার্থে রাস্তাটি অতি দ্রুত মেরামতযোগ্য বলে মনে করেন জনসাধারণরা।
এমতাবস্থায় তারা জনস্বার্থে রাস্তাটি অতিদ্রুত মেরামত করতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা,সড়ক ও যোগাযোগ উপদেষ্টা,এলজিইডি নরসিংদী ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।