মসজিদে আওয়ামী সন্রাসীর দাপট এখনও বহাল
- আপডেট সময় : ১২:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথার কান্দি গ্রামের মসজিদ কে কেন্দ্র করে শুরু হওয়া আওয়ামী লীগের দাপট এখনও কমেনি বলে অভিযোগ উঠেছে জানা গেছে ইটনা
উপজেলার রায়টুটি ইউনিয়নের ছোট একটি গ্রাম যার জনসংখ্যা এক হাজার প্রায় এই গ্রামে ১৯৯৬ সালে পূর্ব পাড়া আলতাব তালুকদারের বাড়িতে মসজিদ থেকে বিভক্ত হয়ে মধ্য পাড়ায়,১৯৯৭
সালে প্রতিষ্ঠিত করা হয় পাথার কান্দি মধ্য পাড়া জামে প্রতিষ্ঠার পর থেকে মসজিদের সভাপতি থেকে শুরু করে
সব কাজে আওয়ামী লীগ নেতা রফিক মিয়া জিয়ন মিয়া, সারজুল, মিজাজুল, রিকুল,,মজলু শিবেল মেনু মিঢা গং রা দীর্ঘ সাড়ে পনের বছর যাবৎ মসজিদের
আয়ের উৎস গুলি দলীয় প্রভাব কাটিয়ে লুটপাট করে পকেট ভারি করছে এই গ্রামের মৃত আপ্তাব উদ্দিন তালুকদার ইটনা উপজেলা বি,এন,পির সাবেক সহ সভাপতির বাড়ি তার ছেলে, ভাতিজা তারা
চলতি অক্টোবর মাসের দশ তারিখে এই মসজিদের টাকা পয়সার হিসাব চাইতে গেলে বাধে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে রূপ নেয় এবং রায়টুটি ইউনিয়ন বি,এন,পির সাংগঠনিক সম্পাদক
উজ্জ্বল হাসান এর উপর হামলা চালায় এই আওয়ামী সন্রাসী বাহিনী উজ্জ্বল হাসানের ভাগ্নে রবিন মিয়া, ও জুবায়ের বাধা দিলে তাদের উপরও চড়াও হয় এবং লিলা ফুলা আগাত করে এতেই সন্তোষ্ঠ
হতে পারেনি মসজিদে নামাজ পড়তে বাধা নিষেধ করে বলে জানান প্রত্যক্ষ দর্ষীরা শুক্রবার জুম্মায় নামাজের আগে দেশীয় অশ্র নিয়ে মসজিদের সামনে বসে তাকে যাতে উজ্জ্বল হাসানের বাড়ির
লোকজন মসজিদে না আসতে পারে বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি আঃ লতিবের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেস্ঠা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়,রায়টুটি ইউনিয়ন
বি,এন,পি সাংগঠনিক সম্পাদক ইটনা থানায় এই গঠনায় মামলা দায়ের করে বলে জানা গেছে।