সংবাদ শিরোনাম ::
মাগুরায় শহীদ ছাত্রদের স্মরণে “শহীদী মার্চ” অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একমাস এবং আন্দোলন চলাকালে শহীদ ছাত্রদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহিদী মার্চটি কলেজ শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার শাখার পক্ষে রাতুল শেখ, সেলিম হোসেন, হামিদ হোসাইন ও সাদিয়া সুলতানা। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শহিদী মার্চ পালন করা হচ্ছে বলে বক্তারা জানান।