রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ১০:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। রাজশাহী মহানগরের নেতাকর্মীসহ জেলার সমস্ত নেতাকর্মীরা একত্রে হয়ে অনুষ্ঠানটি পরিচালনা করে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি করেছে রাজশাহীর স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনগুলিও সহযোগিতা করেছে।
জাতীয়তাবাদী, সেবা,ঐক্য,প্রগতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী মহানগর ও জেলা সেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়ে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৪ টার দিকে ছোটো ছোটো মিছিল
নিয়ে জেলা,উপজেলা ও থানা বিএনপি’র প্রায় ১০ হাজার নেতা কর্মীদের নিয়ে রাজশাহী মহিলা কলেজের সামনে সবাই একত্র হয়। এরপর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনি এর সভাপতিত্বে র্যালি ও আনন্দ
মিছিল করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বের হায়ার আগে রাজশাহী মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, আমরা আজ আমাদের আনন্দ রাজশাহী বাসীর সাথে ভাগাভাগি করতে একত্র হয়েছি। কেউ মিছিলে উৎশৃংখল পরিস্থিতি
করবো না কাউকে করতে দিবো না। রাজশাহী মহানগর বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা গুলী মিছিলের সামনে থেকে মিছিলের জন্য পরিবেশ তৈরি করে দেবেন। সমস্ত মিছিলের নেতৃত্ব দেবে রাজশাহী
মহানগর বোয়ালিয়া মডেল থানার (পূর্ব ) নেতাকর্মীরা। আমরা সবাই মিছিল শান্তিপূর্ণভাবে শেষ করব ইনশাল্লাহ।
এরপর আনন্দ র্যালি টি রাজশাহী মহানগরীর সোনাদিঘির মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়া থেকে ঘুরে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ভুবন মোহন পার্কে রাজশাহীর বিভিন্ন থানা,
মহানগর ও জেলার নেতা সহ তাদের কর্মীরা একত্রিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশিদ আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর
তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
বক্তব্যে সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি জনগণের সেবায় কাজ শুরু করে । এই সংগঠনকে
আমরা মনেপ্রাণে ভালোবাসি বলেই আজ সবাই একত্রিত হয়েছে। ১৫টি বছর দলের খুব খারাপ অবস্থা ছিল তবুও যারা স্বেচ্ছাসেবক দলের সাথে বিনা স্বার্থে কাজ করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না।
ছাত্রদের রক্ত দিয়ে বাংলাদেশকে খুনি হাসিনার হাত থেকে রক্ষা করেছে। তাদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা থাকবে । ছাত্রদের দেওয়া রক্ত আমরা কোনভাবেই নষ্ট হতে দেব না। আমরা সবাই মিলে বৈষম্য বিরোধী
ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। যদি স্বেচ্ছাসেবক দল বা বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোথাও মাস্তানি, জমি দখল, চাঁদাবাজি করে তারা আমাদের দলের হলে
তার নামে লিখিত অভিযোগ দেবেন বিএনপির প্রধান কার্যালয়ে এবং তাদের প্রশাসনের হাতে তুলে দেবেন। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। যদি আমাদের সংগঠনের কেউ এগুলোতে জড়িত থাকে সে যেই
হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশকে এগিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমরা একত্রে কাজ করে দেশ ও জাতির উন্নয়ন করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তুহিন
সরকার,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য (দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত) মো: সৈকত পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সারফারাজ খান সেতু,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি,বোয়ালিয়া থানা
পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রানা।
এছাড়া উত্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতা,রতন,আলী,রাহাত,সাবিদ,তারেক,শাকিল,রিমন ,সাঈদ,মনা, রাজীব,সুজন,মনি, পলাশ,সহ আরও রাজশাহী জেলা, মহানগর, বিভিন্ন থানা ও উপজেলার নেতা সহ
তাদের কর্মীরা।