সংবাদ শিরোনাম ::
শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএন্ডজির মুখোমুখি সংঘর্ষে সিএন্ডজির চালক ও একজন নারীসহ ৬ জন নিহত হয়েছে। আজ দুপুরে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনোও পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচাবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৬
জন যাত্রী মারা যায়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে নেয়া হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।