সদরপুরে শারদীয় পূজার প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৭:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আল মামুন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সহকারী
কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, আবাসিক
প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এসান মিয়া, সদরপুর উপজেলার বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য
সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, উপজেলা জাকের পার্টির সভাপতি আঃ রাজ্জাক,
বাংলাদেশ ইসলামী আন্দোলন সভাপতি আঃ হামিদ মাস্টার, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান
কাজী জাফর,উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসান, সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ
সম্পাদক উত্তম কুমার সাহাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শারদীয় উৎসব স্বাভাবিক ভাবে পালিত হওয়ার লক্ষে আইনশঙ্খলা ও স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকব।