সিঁদ কেটে কৃষকের ঘরে দুর্ধর্ষ চুরি!!
- আপডেট সময় : ০৮:৪০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র কৃষকের ঘরে গভীর রাতে সিঁদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে
উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত আঃ সাত্তারের স্ত্রী পারুল আক্তারের ঘরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক পারুল
আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন , ঘরে গরু কেনার জন্য রাখা নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণের চেইন, স্বর্ণের কানের দুল, মোবাইল সব চুরি করে নিয়ে গেছে।
আমরা সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না; চোখ গছগছ করছিল।
পারুল আক্তারের বড় ছেলে দিলোয়ার হোসেন দীলিপ বলেন- দরজার চৌকাটের নীচ দিয়ে সিঁদ খেটে ঘরে ঢুকে সুকেজের একাধিক তালা ভেঙে কাপড়
চোপড়, বাসন কোসন বাদে যা ছিল সব নিয়ে দরজা খুলে পালিয়ে যায় চোর। তিনি আরও জানান চোরেরা ঘরে ঢুকে হয়তো আমাদের চোখে মুখে কোন
কিছু লাগিয়েছে ফলে আমরা ঘরে থাকার পরও এত কিছু হয়ে গেল কিছুই টের পেলাম না।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহামেদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বড় ছেলে দিলোয়ার হোসেন অজ্ঞাত আসামি উল্লেখ করে
লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।