সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন।
- আপডেট সময় : ০৮:২১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কাজিপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টায় কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করে দলটি। উপজেলা সদর হতে মিছিলটি আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ
হয়।
পরে উপজেলা চৌরাস্তা মরে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা।
এ সময় তিনি বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে । গত ১৬ বছর আমাদের নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন
করেছে এই শেখ হাসিনা সরকার। তাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের মানুষ এক রাক্ষসের হাতে থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম।সাংগঠনিক সম্পাদক হাজি মিজানুর রহমান বাবলু, প্রভাষক ওয়াহিদুজ্জামান মিনু প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন
বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।