সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের মধ্য নগর উপজেলার স্মৃতি সৌধটি রক্ষা করা প্রয়োজন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

অবহেলার কারণে বিলিন হয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন মহিষখলায় অবস্থিত বাংলাদেশের ২য় বৃহত্তর মুক্তি যুদ্ধের সৃতি সৌধ।বাংলাদেশর মুক্তির সংগ্রামের চেতনায় ও শহীদের চিরদিন মনে ধারন করে রাখতে গড়ে তুুলা হয় এই সৃতি সৌধ।কিন্তুু এই সৃতি সৌধটি আজ ধংষের পথে।এখানে তদারকির জন্য কোন লোক জন নেই।এখানে সবকিছু এখন এলোমেলো হয়ে আছে। ময়লায় ভরে চারদিক রং গুলো উঠে গেছে।পিছনে নদীর তীর ভেঙে ধীরে ধীরে সৌধের খতি সাধন হচ্ছে।এই অবস্থায় চলতে থাকলে এক সময় সৌধের সুন্দর হারিয়ে যাবে। তাই মহান মুক্তিযুদ্ধের এই স্মৃতি সৌধটি রক্ষা করা প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে দেশ প্রেমী সচেতন মহল।