হুরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
জহিরুল ইসলাম, নবীনগর:খেলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার,সেই স্লোগানকে সামনে রেখে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হুরুয়া মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে। হুরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্ট
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল হুরুয়া বড় মাঠে,হুরুয়া গ্রামের যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করেন,কাকা বাতিজা ফুটবল একাদশ বনাম ভাই ভাই ফুটবল একাদশ।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। ৫০ মিনিটের খেলায় কাকা বাতিজা ফুটবল একাদশ ৩ গোলে টিম ভাই ভাই ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করেন।খেলাটি উদ্বোধন
করেন জিনদপুর ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের মেম্বার মামুন মুরশিদুল হক।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামের কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন। হুরুয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও
শিক্ষানুরাগি মোঃ জামাল মিয়ার সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক আমির হোসেন, হাজী মোঃ জীবন মিয়া, মোঃ নসু মিয়া, সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম,
আলাউদ্দিন বাবু সহ আরো অনেকে।সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাহবুব আলম।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মোঃ তন্নয়।ধারাভাষ্য পরিচালনা করেন, মোঃ মানিক।বক্তারা বলেন এমন একটি
খেলায় আসতে পেরে আমরা ধন্য এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।