সংবাদ শিরোনাম ::
_ইচ্ছে_
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
ইচ্ছে_
আহমেদ আশিক
ইচ্ছে আমার আকাশ সমান
ভেবেই তো না পাই,
এই যে মাটির দেহখানা
সৃষ্টি মালিক সাঁই।
প্রেম-পিড়িতের মাখামাখি-
দেহের মাঝে দমের পাখি
কখন জানি উঁড়ে যাবে
দমের ঠিকঠিকানা নাই।
মালিক চালায় বলেই চলি
আমার মাঝে সাঁই’কে খুঁজি,
আসলেই কি মালিকের কাছে
আমার কি আছে ঠাঁই?