খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
গুম, খুন, হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ডসহ ছাত্র-জনতার হত্যার দাবিতে শেখ হাসিনার ফাঁসির দাবি বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের নেতাকর্মীরা। সমাবেশ টি
নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি।
আজ বুধবার (২১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় রাজশাহী মহানগরীর মহিলা কলেজের সামনে রাজশাহীর প্রতিটা ওয়ার্ডে ও থানার নেতা সহ তার কর্মীরা ছোটো ছোটো মিছিল নিয়ে একত্র হন। এরপর রাজশাহী
মহানগর যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে আরো নেতৃত্ব দেন যুবদলের সবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বকুল ।
মিছিলটি রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে সোনাদীঘির মোড় হয়ে সাহেব বাজার হয়ে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ভুবন মোহন পার্কে শেষ হয়।
এরপর উত্ত সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি তাঁর বক্তব্যে বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর
লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার
গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা
হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শেখ হাসিনা সকল
হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই
থাকুক তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মনে রাখবেন আল্লাহ ছার দেই কিন্তু ছেড়ে দেন না।
এসময় সমাবেশে যুবদলের সবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বকুল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , গত ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের জড়িত খুনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানাচ্ছি। গণহত্যার দাবি তাকে ফাঁসি দিতে
হবে।
উত্ত সমাবেশে উপস্থিত ছিলেন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল হক টপি , সদস্য জুয়েল রানা, পিয়ারুল
ইসলাম পিন্টু সহ শতাধিক নেতা ও কর্মীরা।