জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন।
- আপডেট সময় : ০৩:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
কোটা বিরোধী আন্দোলনকে আরো বেগমান করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের” আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংশপ্তক এর পাদদেশে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল , এবং সদস্য সচিব পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচেরশিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন (৪৭ ব্যাচের শিক্ষার্থী) আব্দুর রশিদ জিতু, ( ৪৮ ব্যাচের শিক্ষার্থী) জাহিদুল ইসলাম ইমন, (৪৯ ব্যাচের শিক্ষার্থী) তৌহিদ সিয়াম, এবং কমিটিতে অন্যন্য সদস্য হিসেবে আছেন, ফারহানা বিনতে জিগার ফারিনা (৫০ তম আবর্তন), জেবা হামিরা (৫০ তম আবর্তন), নাদিয়া রহমান (৫১ তম আবর্তন), সোহেল ( ৪৭ তম আবর্তন),
নাসিম আল তারিক ( ৪৯ তম আবর্তন), সাগর (৪৯ তম আবর্তন), অন্তর( ৪৯ তম আবর্তন) স্বপন (৪৯ তম আবর্তন), আরিফ হোসাইন (৫১ তম আবর্তন), নিয়াজ মোর্শেদ নাহিদ (৫২ তম আবর্তন), এছাড়াও ছয়টি সদস্য পদ ফাকা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহ্বায়ক আরিফ সোহেল বলেন, ‘প্রধান বিচারপতির মন্তব্যে প্রতি সম্মান জানিয়ে বলছি আইন গণমানুষের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত। গণমানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আইনের কাঠামোগুলোর পরিবর্তন হয়। আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবিটি যে বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি তা আমরা হয়ত কাজের মাধ্যমে বিচারপতিকে উপলব্ধি করাতে পারিনি। আমরা আমাদের সংগ্রামের ভিতর দিয়ে প্রধান বিচারপতি ও সরকারকে বুঝিয়ে দিতে চাই, সারাদেশের কোটার যে ব্যবস্থা, এর একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন।’