সামান্য বৃষ্টিতে পানি বন্ধি সতাল প্রাথমিক বিদ্যালয় থেকে ধুবা বাড়ি হয়ে ময়দা মিল রোডের বাসিন্দারা
- আপডেট সময় : ০৩:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
কিশোরগন্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ধুবা বাড়ি হয়ে ময়দার মিল রোড পর্যন্ত রাস্তাটি দীর্ঘ এিশ বছর আগে এই এলাকার স্ব নাম ধন্য দুই বারের মেয়র আবু তাহের সাহেবের হাতে গড়া রাস্তা এই রাস্তার উপরে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মহিলা মাদ্রাসা ও একটি কওমি মাদ্রাসা উপস্থিত এই কওমি মাদ্রাসা গুলিতে জেলার তের উপজেলার প্রায় সব উপজেলার ছাত্র ছাত্রীরা লেখা পড়া করে আবাসিক হোটেল, বাসা, বাড়ি, থেকে লেখা পড়া করতে মাদ্রাসায় যাওয়ার এই রাস্তাটি যাতায়াতের একমাএ অবলম্বন, সামান্য বৃষ্টি হলে আর বাসা থেকে বের হওয়ার কোন সুযোগ তাকেনা, অদ্য ২রা জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার ছাত্রীরা পর্দা করার স্বার্থে হাতে পায়ে মোজা পরিধান করে, রাস্তায় পানি তাকায় মোজা খুলে পানি দিয়ে হেটে মাদ্রাসায় যাচ্ছে,এই এলাকার বাসিন্দা সোহরাফ এর সাথে কথা হলে তিনি বলেন এই রাস্তাটার দিকে কেউ নজর দেয়না আজ থেকে এিশ বছর আগে মেয়র আবু তাহের সাব এই রাস্তাটি করেছিল এর পর আর কেউ মেরামত পর্যন্ত করেনি, এলাকার তরুন সমাজ সেবক গত নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ২য় স্হানে থাকা জুবায়ের ইসলাম কে নিয়ে এলাকায় চাঁদা তুলে রাস্তায় সামান্য চুরকি দিছিলাম আর কেউ খবর ও নেয়নি এলাকা বাসির দাবী এই রাস্তাটি অনতি বিলম্বে মেরামত করে পানি বন্ধি ধসা তেকে স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী দের চলাচলের সু ব্যবস্তা ও পানি নিস্কাশনের নালা গুলি খুলে দেওয়া হয়, সতাল এলাকা বাসির প্রানের দাবী।