সদরপুরের অনেক গ্রামের নামের শেষে ‘রশি’ যুক্ত কেন
- আপডেট সময় : ১১:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বেশ কিছু গ্রামের নামের শেষে রশি যুক্ত করা হয়েছে,এ বিষয়ে অনেকের কাছে না জানা কথা কিভাবে রশি উৎপত্তি হয়েছে, অনেকেই জানে না। কিন্তু শুনতে বেশ ভালো আজব লাগে, গ্রামের নামের শেষে রশি অজানা কথা, কার না জানতে ইচ্ছে হয়।
তেমনি সদরপুর ইউনিয়নের বেশ কিছু গ্রামের নামের শেষে রশি যুক্ত কথা নিয়ে গ্রাম গুলি গঠিত। সদরপুরে বিভিন্ন গ্রামের শেষে রশিকথা অভিনব শব্দ প্রয়োগ দেখা যায় মোগল আমলের থেকেই,এইকথা উৎপত্তি হয়েছে। রশি দিয়ে তখন জায়গা জমির পত্তন করা হতো বলে রশি শব্দ এই এলাকায় গ্রামে রয়েছে, আবার কেউ কেউ মনে করেন পদ্মা নদী থেকে গ্রামের কিছু দূরত্ব অনুযায়ী এই রশি শব্দটি এসেছে, তবে পদ্মার কিনারা থেকে শুরু করে রশি দিয়ে বিভিন্ন জায়গা-জমি তখন মাপা মাপি হতো,বলে এর থেকেও রশি উৎপত্তি হয়েছে।
অনেকের ধারণা তবে এই রশি নামের সুন্দর বাহারি কিছু গ্রামের নাম যেমন আড়াইরশি,চাররশি,সাতরশি, সাড়ে সাতরশি, আট রশি, নয়রশি চৌদ্দ রশি, সতের রশি, বাইশ রশি, ইত্যাদি তবে রশি কে কেদ্র করে বেশ কয়েকজন পীর আউলিয়া দরবেশের আগমন ঘটে সদরপুরে। তবে খাজা শাহ সুফি মোহাম্মদ হাসমত উল্লাহ (রাঃ)আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ পরিচিতি নামে অবস্থান করেছেন। অপরদিকে সাড়ে সাতরশি গ্রামে পীর মাওলানা ইসাহাক (ধলামিয়া) (রাঃ) নাম উল্লেখ যোগ্য রয়েছে।