নান্দাইলে কেন্দ্রীয় যুবদলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়ম মুন্নাকে সভাপতি ও নয়ন ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নান্দাইল উপজেলা ও পৌর যুবদল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে। শনিবার (১৩ জুলাই) বিকালে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে আনন্দ মিছিলটি করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায়, নান্দাইল উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী জহিরুল হক জহিরের নেতৃত্বে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে নান্দাইল উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে রেজাউল করিম পল,যুগ্ন-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্থান পেয়েছে