সংবাদ শিরোনাম ::
রক্ত নিয়ে ফুর্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
রক্ত নিয়ে ফুর্তি
নূরে আলম মামুন
পিশাচিনী দিয়ে ছিলো
মানব রক্তে থাবা
ভয় নেই আর গদিতে আজ
বসেছে পীর বাবা।
পিশাচিনী কথা বললে
ধরতো চেপে গলা
পীর বাবারও স্বভাব এমন
যায় না কথা বলা।
তর্ক নিয়েই তর্ককরে
কেউ বুঝেনা যুক্তি
মূর্খ জাতি পাবে না তাই
দাসত্বের মুক্তি।
রক্ত দিয়েই স্বাধীনতা
রক্ত নিয়েই ফূর্তি
সুদ এখানে হালাল এখন
হারাম শুধু মূর্তি।
দেশের ভালো করতে হলে
নিজে ভালো হও আগে
দুর্নীতি তো তোমার মাঝেই
তোমার পিচাশ রোজ জাগে।
তোমায় মারলে কাঁদো তুমি
অন্যে মরলে হাসো
হাহ্ হাহ্ হা😀
বৈসম্য বিরোধী তুমি
দেশকে ভালোবাসো।
উলটো দেশের উলটো রাজা
দেখতে মজা ভারী
পড়াশোনা ছেড়ে ছাত্র
রাস্তায় ধরে গাড়ি।