টাঙ্গাইল থেকে ছিনতাই হওয়া সয়াবিন তেলের ট্রাক ফুলপুরে আটক
- আপডেট সময় : ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে ইমাদপুর মোটর ভাঙ্গা নামক স্থানে (২০আগস্ট)রোজ মঙ্গলবার সকালে সন্দেহজনক ঢাকা মেট্রো-ট ২৪-৫৭৩৭ নাম্বারের একটি ট্রাক আটক করে এলাকাবাসী।ট্রাকটিতে পাওয়া যায় ৬০
ড্রাম সয়াবিন তেল। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটিকে থানায় নিয়ে যায়।ট্রাক ড্রাইভার সুত্রে জানা যায় ঢাকা গাউছিয়া ট্রান্সপোর্ট থেকে দুটি সয়াবিন তেলবাহী ট্রাক
পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। টাঙ্গাইল মির্জাপুর পর্যন্ত যাওয়ার পর ছিনতাইকারীরা তাদেরকে আটক করে গাড়ি ঘুরিয়ে তারাকান্দা পর্যন্ত নিয়ে আসে। পরে মেইন ড্রাইভারকে চোখ পা বেঁধে রাস্তার পাশে ফেলে
দেয়। এবং অন্য ড্রাইভার দিয়ে ট্রাকটি ইমাদপুর মটর ভাঙ্গায় নিয়ে আসে। সেখানে ড্রামগুলো নামানোর চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। যে আমাদের এলাকায়তো এত বড় ব্যবসায়ী নেই সেই সন্দেহে তাদের
আটক করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জড়িতদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।