ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে অনিক ভূঁইয়া (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে
কাটা পড়ে নিহত হয়। এ সময় হৃদয় মিয়া (২২) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।
অনিক ভূঁইয়া নরসিংদীর শিবপুর দত্তের গাঁও মধ্যপাড়া গ্রামের আশিকুর রহমান এর ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন সিকদার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে তিনজন এক সাথে নামতে গিয়ে অনিক ভূঁইয়া পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে। হৃদয় মিয়া নামের এক যুবক গুরুত্বর আহত হলে
তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে নিহত অনিক ভূঁইয়ার মামতো ভাই হিরা মিয়া বলেন, আমার ভাই এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় উদ্ভাস কোচিং-এ ভর্তি হতে গিয়েছিল। আমি হঠাৎ শুনতে পায় আমার ভাই এক্সিডেন্ট করেছে।
আমার ভাইয়ের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করবে। তার উচ্চ শিক্ষার স্বপ্ন শেষ হয়ে গেল। সংসারে তার বাবা মা রয়েছে। ছোট বোন ছিল কিছু দিন আগে রোগাক্রান্ত হয়ে মারা গেছে।
এ বিষয়ে রেলওয়ে ওসি আলীম হোসেন সিকদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরবে স্টোপিজ নেই। প্রায় সময় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে নামে। আজও তারা ২নং প্লাটফর্মে চলন্ত ট্রেন থেকে
নামতে গিয়ে অনিক ভূইয়া নিহত হয়েছে। তাকে উদ্ধার করে ১নং প্লাটফর্মে রাখা হয়েছে। হৃদয় মিয়া মাথায় গুরুত্বর আঘাতে আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের
স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে