ভৈরবে মেডিল্যাব জেনারেল হাসপাতালে আয়া দ্বারা ডেলিভারি, নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়বেটিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সরেজমিনে সকাল সাড়ে দশটায় হাসপাতালে গিয়ে ভুক্তভোগী রোগী ও তার স্বামী স্বজনদের সাথে কথা বলে জানায় ১সেপ্টেম্বর, রবিবার দিবাগত রাত ৯টার দিকে এঘটনা ঘটে। ভুক্তভোগী প্রসূতি নারীর নাম সুবর্ণা বেগম। তার স্বামী আইয়ান মিয়া
সিএনজি চালিত অটোরিকশা চালক। রবিবার দুপুর ২টায় ব্যাথা নিয়ে মেডিল্যাব হাসপাতালে এসে ভর্তি হলে তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় একটি কেবিনে রাখেন। রাত আনুমানিক আটটার দিকে ওই কেবিনে যায় একজন অষ্টম শ্রেণি পড়ুয়া
নার্স বিউটি বেগম ও সুফিয়া নামে একজন আয়া। তারা দুইজন মিলে প্রসূতি নারীর ডেলিভারি করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে নবজাতকের মাথা লম্বা হয়ে য়ায় এবং নবজাতকটি মারা যায়। ডেলিভারি করার আগে রোগীর অভিভাবকদের
কারো অনুমতি বা ভন্ডে সিগনেচার নেননি।
এঘটনায় রাতে সাড়ে নয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা হাসপাতালে আসেন ঘটনা জানতে। এসময় হাসপাতালের মালিক ডা: কেএন জাহাঙ্গীরকে নবজাক মৃত্যু ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে কোন জবাব দিতে পারেনি।
রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে ভৈরব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহাম্মদ ও ভৈরব থানা পুলিশ এসে পরিদর্শন করেন। এসময় আয়া ও একজন এইডনার্স দ্বারা ডেলিভারির সময় নবজাতক মৃত্যু ঘটনার সত্যতা পাওয়ায়
কিশোরগঞ্জ সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্তের কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
জানাযায়, মেডিল্যাব জেনারেল হাসপাতালের মুল মালিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএন জাহাঙ্গীর। তার সাথে শহীন আহমেদসহ আরো কয়েকজন পার্টনার রয়েছে। দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসায় মৃত্যু ও বিভিন্ন
অনিয়মের অভিযোগ রয়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহাম্মদ ঘটনার পর তিনি হাসপাতালে আসেন। এসময় তিনি ভুল চিকিৎসার সত্যতা নিশ্চিত হওয়ার সিভিল সার্জনের নির্দেশে সোমবার সকাল ১০টায় হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত জানান
উপস্থিত সাংবাদিকদের । তিনি বলেন, এইড নার্স ও আয়ার মাধ্যমে রোগী থাকার কেবিনে ডেলিভারি করানো হয়েছে। এটা ভুল চিকিৎসা হয়েছে।