নবীনগরে ১২০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৬:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৭/৯) দুপুরে নবীনগর কেন্দ্রীয় হরিসভা(সাহা পাড়া)মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এড. বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. আদেশ চন্দ্র দেব। অনুষ্ঠানটি উদ্বোধন
করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন, ওসি আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল, এড. রঞ্জিত মালাকার। সভায় আরো বক্তব্য রাখেন,
আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত দেবনাথ, মানিক বিশ্বাস, বিপুল সাহা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, রতন চন্দ, মনোরঞ্জন সূত্রধর, পার্থ পাল, সাংবাদিক মিঠু সূত্রধর, হিমাংশু দেবনাথ,
সুধীর সাহা,, ডা.খোকন আশ্চর্য, শঙ্কর দাস, ভজন কর, দুলাল ঘোষ, রাজন দাস, সত্য রঞ্জন দাস, রঞ্জিত সূত্রধরসহ আরো অনেকে।সভার শুরুতে শ্রীমৎ ভাগবত পাঠের মধ্য দিয়ে জেলা থেকে আগত অতিথি বৃন্দকে ফুলের মালা, রজনীগন্ধা ও
গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহা উপজেলায় প্রায় ১২০টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়টি অবহিত করেন।সভায় বক্তারা
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল রকমের সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করা হয়।