হালুয়াঘাটের ধারা বাজারে জশনে জুলুশ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে (১৩ সেপ্টেম্বর ) শুক্রবার জুমার নামাজের পর হালুয়াঘাট উপজেলার উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে এক বিশাল
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম গন বিভিন্ন মসজিদের খতিব গন মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের
তাওহীদি জনতা অংশ গ্রহন করেন। এ সময় বক্তাগন বলেন আজ থেকে আমাদের হালুয়াঘাট উপজেলায় কোনো ধরনের বেদা’তি কার্যক্রম, মাজার পূজা,ওরসের নামে ভন্ডামি, ধর্মপ্রাণ
তাওহিদি জনতা হতে দিবে না। তারা আরও বলেন মাজারে উরশ এর নাম দিয়ে এ সকল ভন্ডরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যেমন যুবতী মেয়েদের এনে গান বাজনা করে গাজার
আসর বসায় মাজারে সিজদার মত জঘন্য শিরিকি কার্যকলাপ পরিচালনা করে। এর মাধ্যমে এলাকার যুব সমাজ নেশার দিকে আকৃষ্ট হচ্ছে ও তাদের চরিত্র নষ্ট হচ্ছে। এভাবে চলতে
থাকলে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হতে থাকবে মানুষ গোমরাহীর পথে যাবে আর আমরা আলেম সমাজ ও ইসলামী তাওহিদী জনতা তা মেনে নিতে পারি না। তাই আজ থেকে
হালুয়াঘাটে যত মাজার পূজারী আছে সকলকেই আমরা সতর্ক করে দিতে চাই হালুয়াঘাটের মাটিতে এই সমস্ত ভন্ডামি আর চলতে দেওয়া হবে না। বিশেষ করে সামনে ১২ই রবিউল
আউয়ালকে উপলক্ষ করে এই সমস্ত ভন্ডরা জশনে জুলুশ এর নাম দিয়ে ইসলামবিরোধী ও শরিয়ত বিরোধী বিভিন্ন কার্যকলাপ করার পাঁয়তারা করছে আমরা তাদের সতর্ক করে দিতে চাই
যদি তারা নিজে থেকে এগুলা বন্ধ না করে তাহলে তাহলে হালুয়াঘাটের তৌহিদী জনতা অ্যাকশানে যেতে বাধ্য হবে। এ সময় মাদরাসার ছাত্রদের পক্ষ থেকে বলা হয় আমাদের যে সকল
মুরুব্বী ওলামায়ে কেরাম আছেন তারা যেন আমাদেরকে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তা না হলে আমরা নিজেদের উদ্যোগে এই সমস্ত ভন্ডদের
আস্তানা ভেঙ্গে ঘুরিয়ে দিব। পরে তাওহিদী জনতা ধারা বাজারে মাইজভান্ডারির জশনে জুলুশের জন্য তৈরী কৃত একটি গেইট ভেঙ্গে ফেলে।