দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে মানববন্ধন।
- আপডেট সময় : ০২:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বাউফলের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে
আসামি করার প্রতিবাদে দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা (১১টায়) দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সাংবাদিক, মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত
প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান, মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়)।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন (আজকের বার্তা) মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ), মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি) সৈয়দ আতিকুল ইসলাম, ( মানবকন্ঠ) স্বপন কুমার দাস, সুমন মৃধা, (পর্যবেক্ষন) জসিম উদ্দিন (আমার সংবাদ)
মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।
বক্তারা অবিলম্বে নিউজ করার জন্য পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও
কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।
উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে
পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।।#