দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
শনিবার (২১ সেপ্টেম্বর)বিকালে দীর্ঘ ১৭ বছর পর নরসিংদীর মনোহরদীতে জামায়াতে ইসলামী মনোহরদী থানা শাখার আয়োজনে উপজেলার শুকুন্দী ইউনিয়নের নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শুকুন্দী ইউনিয়ন শাখার সভাপতি আল-আমিন ফরায়েজী,র সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর, মাওলানা
মো.মোছলেহুদ্দীন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী,মাওলানা মো.জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মো.ছানাউল্লাহ মো.তাজুল ইসলাম শাহীন।
এ ছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,দশদোনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ্ মো.আবু তৈয়্যব, সাবেক থানা সভাপতি, মো.নূরুল ইসলাম ফরায়েজী প্রমূখ।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ নরসিংদী জেলা শাখা এবং মনোহরদী থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সব নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো
হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি।
এ সময় বক্তারা আরও বলেন,বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতে ইসলামী,র একমাত্র লক্ষ্য।