ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে—–আব্দুল জব্বার

- আপডেট সময় : ০৬:১৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : ইসলামী ছাত্রশিবিরের রূপগঞ্জ উপজেলার সাবেক সদস্যের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল জাব্বার বলেন, “ছাত্র জনতার আন্দোলনে যারা শহিদ
হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে। শহিদদের রক্তের বিনিময়ে আমরা অত্যাচারী ও স্বৈরশাসকের কবল থেকে (৫ আগস্ট) স্বাধীন হয়েছি। ছাত্রজনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করছি। এখানে
আমরা যারা আছি, শহিদ ভাইয়েরা আমাদেরই পরিবারের লোক। রাষ্ট্রের কাছে আমাদের দাবি শহিদদের বীরের মর্যাদা দিতে হবে।”
এসময় তিনি আরো বলেন,যারা শহিদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপুরণ দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পুর্ন ব্যবস্থা করতে হবে। নিহতদের পরিবারকে ভাতা দেয়ার ব্যবস্থা করে দিতে হবে। সেই সাথে যারা কর্ম করে খেতে
পারবেনা তাদের চলার স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে। জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী এভাবে সব সময় মানুষের পাশে থাকবে।
মোহাম্মদ আব্দুল জাব্বার বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গঠনের উদ্দেশ্য ছিল দুইটি প্রথম ধাপ আগামী দিনের নেতৃত্ব তৈরি করা। যাদের কাজে দুনিয়ায় কোন লোভ লালসা থাকবে না যাদের কাজে থাকবে একমাত্র আল্লাহর ভয়। যারা
ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে কাজ করবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে শিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব
দেবে।
জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট ইসরাফিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা
জামায়াতের আমীর মমিনুল হক সরকার, রাজিবুর রহমান পলাশ,সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির, ড: মো: ইকবাল হোসেন ভুইয়া,সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা, জাময়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা
সেক্রেটারির মো : জাকির হোসাইন,জামায়াতে-ইসলামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান গিয়াস, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, মো: আনোয়ার হোসাইন
মোল্লা প্রমুখ।