সংবাদ শিরোনাম ::
মাগুরা শালিখায় মোবাইল কোর্টে কারেন্ট জাল জব্দ করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরা প্রতিনিধি :
- আপডেট সময় : ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের রকমারি কটনের মালিক রাজু বিশ্বাস,সোহাগ ষ্টোরের মালিক সোহাগ ও রায় কটন এর মালিক হারাধন নামের তিনজন অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে উপজেলা পরিষদের সামনে অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ক্ষেত্রসহকারি দেবাশিষ বিশ্বাস, শালিখা থানার এএসআই সাইদুর রহমান৷