ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বোঝেনা সালার পাবলিক মোশারফ কবীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোঝেনা সালার পাবলিক
মোশারফ কবীর
………………………………….
দাম বেড়েছে? বাড়ুক ভাই,
চাহিদা দেব কমিয়ে।
আমার দাদা লাভ নাই,
ও সবে মাথা ঘামিয়ে।

যাদের কোনো কাজ নাই,
রাজপথে যাক তারা।
আমার কিছু হলে ভাই,
এতিম হবে বাচ্চারা।

ধৈর্য ধরলাম মাস পাঁচেক,
দামতো এখন কমেছে।
আন্দোলনে গিয়ে সাদেক,
নেতার রোষে পড়েছে।।
ধর্ম নিয়ে বিতর্ক
কি তুলকালাম কাণ্ড!
যেথায় সেথায় প্রতিবাদ
সব যেন বুনো ষাণ্ড।

মাসেক পরে এরও হলো
শাস্তি যোগ্য সমাধান,
বোকার দল হুদাই গেলো
গুলি খেয়ে দিতে প্রাণ।

ভোট হয়নি শান্তিপূর্ণ
বলছে বিরোধী নেতারা,
খেয়ে আর কাজ নেই কোনো
তাদের ডাকে দেই সাড়া।

বিজয়ীদের সাফ কথা,
হয়েছে তা সুষ্ঠ।
তোমার কিসের মাথা ব্যথা?
থাকনা ভাই তুষ্ট।

করিম চাচা কথায় জ্বলে,
দেয় শুধু ধিকধিক।
নিজের উপর না পড়লে
বোঝেনা সালার পাবলিক।।

তোমার কি? আমার কি?
যা হয়ে যায়, যাক না।
হঠাৎ একদিন মোড়ল ডাকি
বলে, ‘গজিয়েছে তোর পাকনা?’

বললাম আমি, ‘মোড়ল মশাই
কি হয়েছে বলুনতো?
নিজের খাই, নিজের ঘুমাই,
দোষের কিছু করিনিতো!’

চুপ কর্ হারামজাদা।
চেঁচিয়ে বলে মোড়ল,
আমার ছেলেদের খেলার চাঁদা
তোর কোন বাবা দিবে বল??

আমার কাছে আসেনি কেউ,
কি করে দেই বলুন?
লাথি মারে, ঘুষি দেয় কেউ
বলে, মেরে করবো খুন।

কাঁদলাম শেষে শরম ভুলে
বুঝলাম, করিম চাচাই ঠিক।
নিজের উপর না পড়লে
বোঝেনা সালার পাবলিক।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোঝেনা সালার পাবলিক মোশারফ কবীর

আপডেট সময় : ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

বোঝেনা সালার পাবলিক
মোশারফ কবীর
………………………………….
দাম বেড়েছে? বাড়ুক ভাই,
চাহিদা দেব কমিয়ে।
আমার দাদা লাভ নাই,
ও সবে মাথা ঘামিয়ে।

যাদের কোনো কাজ নাই,
রাজপথে যাক তারা।
আমার কিছু হলে ভাই,
এতিম হবে বাচ্চারা।

ধৈর্য ধরলাম মাস পাঁচেক,
দামতো এখন কমেছে।
আন্দোলনে গিয়ে সাদেক,
নেতার রোষে পড়েছে।।
ধর্ম নিয়ে বিতর্ক
কি তুলকালাম কাণ্ড!
যেথায় সেথায় প্রতিবাদ
সব যেন বুনো ষাণ্ড।

মাসেক পরে এরও হলো
শাস্তি যোগ্য সমাধান,
বোকার দল হুদাই গেলো
গুলি খেয়ে দিতে প্রাণ।

ভোট হয়নি শান্তিপূর্ণ
বলছে বিরোধী নেতারা,
খেয়ে আর কাজ নেই কোনো
তাদের ডাকে দেই সাড়া।

বিজয়ীদের সাফ কথা,
হয়েছে তা সুষ্ঠ।
তোমার কিসের মাথা ব্যথা?
থাকনা ভাই তুষ্ট।

করিম চাচা কথায় জ্বলে,
দেয় শুধু ধিকধিক।
নিজের উপর না পড়লে
বোঝেনা সালার পাবলিক।।

তোমার কি? আমার কি?
যা হয়ে যায়, যাক না।
হঠাৎ একদিন মোড়ল ডাকি
বলে, ‘গজিয়েছে তোর পাকনা?’

বললাম আমি, ‘মোড়ল মশাই
কি হয়েছে বলুনতো?
নিজের খাই, নিজের ঘুমাই,
দোষের কিছু করিনিতো!’

চুপ কর্ হারামজাদা।
চেঁচিয়ে বলে মোড়ল,
আমার ছেলেদের খেলার চাঁদা
তোর কোন বাবা দিবে বল??

আমার কাছে আসেনি কেউ,
কি করে দেই বলুন?
লাথি মারে, ঘুষি দেয় কেউ
বলে, মেরে করবো খুন।

কাঁদলাম শেষে শরম ভুলে
বুঝলাম, করিম চাচাই ঠিক।
নিজের উপর না পড়লে
বোঝেনা সালার পাবলিক।।