রূপগঞ্জে বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বেশ কিছুদিন যাবত বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু চাঁদা দাবি করে আসছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে প্রকল্পের কাজের জন্য আনা দুই ট্রাক বালু লুট করেন। পরে বালু তার নিজের জায়গায় রেখে ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, ট্রাকচালকরা প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদকে জানালে তিনি রূপগঞ্জ থানায় ও রূপগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প বরাবর একটি অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।