ভৈরবে ছাত্রদের উপর হামলার অভিযোগে ভৈরব পৌর যুবলীগের দপ্তর সম্পাদক কাজী রাকিবুল আলম গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মো:কাউসার মাহমুদ (ভৈরব প্রতিনিধি): কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় পৌর যুবলীগ দপ্তর সম্পাদক কাজি রাকিবুল আলম (৩৪)কে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব
ক্যাম্পের সদস্যরা। আজ ১৯ অক্টোবর শনিবার দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ। আটক যুবলীগ নেতা পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার
বীরমুক্তিযোদ্ধা কাজি ছাদরুল মিয়ার ছেলে। এর আগে চলতি মাসে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহার ভুক্ত আরো ৭ জন ও অজ্ঞাত ১ জনকে নেতাকে আটক করা হয়েছে।
র্যাব অফিস সুত্রে যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন,
রুবেল ও আলম। আজ দুপুরে র্যাবের বিশেষ অভিযানে ভৈরব বাজার শাহী মসজিদ রোড এলাকা থেকে কাজি রাকিবুল আলম কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় কাজী রাকিবুল আলন জরিত ছিল। এজাহারে তার নাম না থাকলেও তদন্ত সাপেক্ষে ঘটনার
দিনের ভিডিও দেখে কাজী রাকিবুল আলম কে আটক করা হয়েছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর কাজী রাকিবুল আলম কে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।