মনোহরদীতে তাজ(প্রাঃ)হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৫:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে অবস্থিত তাজ(প্রাঃ)হাসপাতাল এর মালিক ও পরিচালক ডাঃমোঃশাহাদত হোসেন এর বিরুদ্ধে ভূল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার(২২ অক্টোবর)রাতে নবজাতকের বাবা মোঃমোবারক হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাদী মোঃ মোবারক হোসেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে জানান,নবজাতক ডেলিভারির এক মাস পূর্বেই ডাঃ শাহাদত হোসেন রোগীকে সিজার করাতে হবে বলে চাপ প্রয়োগ করেন।
আমি আমার সন্তানের ওজন কতটুকু আড়াই কেজি হয়েছে কি না এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বলেন সবকিছু ঠিকঠাক আছে সিজার করাতে হবে,সিজারের পর নবজাতকের অবস্থা
আশঙ্কাজনক দেখে
পরের দিন সকাল ৯ টায় নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডাঃ আনিছুর রহমান দেখায়,ডাঃ আনিছুর রহমান এর পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সদর
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতক কে দেখে বলেন, এটা সময়ের আগেই সিজার করা হয়েছে, এই মুহূর্তে আইসিও তে রাখতে হবে ঢাকা নিয়ে যান,ঢাকা নিয়ে যাওয়ার পথেই নবজাতকের
মৃত্যু হয় ।
এ ব্যাপারে মুঠোফোনে ডাঃ মোঃ শাহাদাত হোসেন এর কাছে চাইলে,তিনি বলেন দ্বিতীয় সিজার সময়ের ১৫ থেকে ২০ দিন আগেই করে থাকি। হাসপাতালের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণের ব্যাপারে
জানতে চাইলে তিনি বলেন এটা লং প্রসেস,লাইসেন্স এর জন্যে আবেদন করে রেখেছি।
তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করি,ঘটনার সত্যতা পাওয়া গেছে তদন্ত এখনো চলমান রয়েছে । এই বিষয়ে সমাজিক ভাবে বাদী – বিবাদী আপোষ
করে কিনা ? দেখি। আপোষ না হলে বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।