ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
ফয়জুর রহমান ,ফুলপুর, ( ময়মনসিংহ ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (১৩ ডিসেম্বর ) বিকাল ৪ :৩০ মিনেটর সময় ফুলপুর আমুয়া কান্দা মোড় নতুন ব্রিজের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল ৩:৩০ মিনিটের সময় ফুলপুর উপজেলার জাতীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর আমুয়াকান্দা মোড় নতুন ব্রিজের উপরে সভা স্হলে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদলের ফুলপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে, এবং ফুলপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ ২ ফুলপুর, তারাকান্দা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আলহাজ্ব আবুল বাশার আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ময়মনসিংহ জেলা কৃষক দলের সদস্য অ্যাডভোকেট রফিক উদ্দিন, ফুলপুর পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষকদলের ১ নং সহ-সভাপতি শফিকুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি মাসুম তালুকদার, সহ-সভাপতি ডাক্তার সুমন, পৌর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, ফুলপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, ফুলপুর পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সহ আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনতার একাংশ।