সদরপুরে প্রবাসীর বাড়িঘর লুটপাট
- আপডেট সময় : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
পারিবারিক ও স্থানীয় বিরোধের জের ধরে সৌদি প্রবাসী ইলিয়াস চাকলাদারের বাড়িতে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী
ইলিয়াস চাকলাদের বাড়িতে আজ শুক্রবার দুপুরে এ লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর পরিবার থেকে হামলাকারীদের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাসুত্রে জানা যায়, একই এলাকার প্রভাবশালী মোঃ মোতালেব শেখ ওরফে মুতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেন। ইলিয়াস প্রবাসে থাকায় তার বাড়ির দেখাশুনা করেন তার চাচা রাজন
চাকলাদার। এ ঘটনায় রাজন চাকলাদার জানান, মোঃ মোতালেব শেখ ওরফে মুতা এর সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। তিনি স্থানীয় ভাবে প্রভাবশালী থাকায় আমরা কোনো সময় তার সামনে
কথা বলতে পারি না। তিনি গ্রামের বিভিন্ন পরিবার কে জিম্মি করে টাকা আদায় করে। টাকা না দিলে তাদের নামে মিথ্যা ও ভুয়া মামলা দেন। কিছুদিন ধরে আমার পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে
আসছিল। হঠাৎ আমার নিকট বেশ টাকা দাবী করে। আমি দিতে অস্বীকার করিলে আমাকে মামলা ও হামলার হুমকি দেয়। প্রতিবাদ করলে মুতা তার লোকজন নিয়ে আমার বাড়িতে হঠাৎ হামলা চালিয়ে লুটপাট
করে। হামলাকারীরা ঘরের ষ্টীলের শোকেজ ভেঙ্গে নগদ সাড়ে সাতলক্ষ টাকা ও ৮ভরি ওজনের স্বর্নালংকার লুট করে নেয়। ওই সময় বাড়িতে থাকা দুটি ছাগলও নিয়ে যায় বলে তিনি জানান। এ ঘটনায় মোঃ
মোতালেব শেখ কে প্রধান করে মোট ২২জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছেন। মুতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও মুতা এলাকায় জুয়ার আসর পরিচালনা করেন বলে স্থানীয়রা জানান।