সংবাদ শিরোনাম ::
নবীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আওয়ামীলীগ নেতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া (৭০) নামের এক আওয়ামীলীগ নেতা মারা গেছেন। তিনি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
জানা যায়, শনিবার রাতে আহাদ মিয়া নবীনগর থেকে অটোরিকশা যোগে আলীয়াবাদ বাড়িতে ফেরার পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে আহাদ মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করেছে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
নিহতের ভাতিজা জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহাদ কাকা আহত হলে স্থানীয় উদ্ধার করেছে কুমিল্লা নেয়ার সময় তিনি মারা যান।
ওসি মাহাবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া নামের একজন মারা গেছেন।