সংবাদ শিরোনাম ::
নরসিংদীর রায়পুরাতে রেললাইন থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি,নরসিংদী।
- আপডেট সময় : ০৪:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরার খাকচক এলাকার রেললাইন থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তাঁরা।
সোমবার(৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সকলেই পুরুষ বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।
বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে।