সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১
শেরপুর ( প্রতিনিধি)
- আপডেট সময় : ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
শেরপুর নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা সহ এক জনকে গ্রেফতার।
শনিবার (০৪ জুলাই ) সকাল ১১.৩০ মিনিটের দিকে উপজেলার সমশ্চুড়া ইকো পার্কের সামনে হইতে ৪০০পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করাছে নালিতাবাড়ী থানা পুলিশ ।
গ্রেফতারকৃত মো: ইসমাইল হোসেন (২৭), পিতা- আ: কাদির, মাতা-শাহানাজ বেগম, গ্রাম- বালিথুবা লড়িবাগ, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার সমশ্চুড়া ইকো এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত মো: ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।