পাকুন্দিয়ায় আওয়ামীলীগ ও বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদ হারালেন
- আপডেট সময় : ০৪:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদ অপসারণ রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার উপ-সচিব মো. মাহবুব আলম এক স্বাক্ষরিত মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে নির্বাচিত পাকুন্দিয়া দুই উপজেলার পৌরসভা মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার।
প্রজ্ঞাপনের বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা মেয়রপক্ষে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
এদিকে পাকুন্দিয়া উপজেলা ৯টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা পরিষদ ও ৯টি ওয়ার্ড নিয়ে পাকুন্দিয়া পৌরসভা। এই দুটি মধ্যে আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম আকন্দ মেয়র পদে রয়েছেন আর বিএনপি সমর্থিত নেতা এমদাদুল হক জুটুন উপজেলা চেয়ারম্যান। এই পৌর মেয়রের নজরুল ইসলাম আকন্দ । তিনি ২০২১ সালে ২ নভেম্বর নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে পাকুন্দিয়া উপজেলা গত ২০২৪ সালে ৮ মে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক এমপি এড, সোহরাব উদ্দিন সমর্থনে বিএনপির সমর্থিত নেতা এমদাদুল হক জুটুনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করান।
এদিকে গেল ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালানো পর আনন্দের উচ্ছ্বাস মেতে উঠে পুরো দেশবাসী। এরপর দেশ সংস্কারের দ্বায়িত্বে বসেন অর্ন্তবর্তীনকালীন সরকারে উপদেষ্ট নোবেল জয়ী ড. ইউনুস। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন আমরা উপজেলা চেয়ারম্যান ও মেয়র অপসারণের একটা গেজেট পেয়েছি । পরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারে কি দায়িত্ব দেওয়া হয়।