পাকুন্দিয়ায় ভুয়া কাগজপত্রে তৈরী করে জমি দখলে নিতে ভূমিদস্যুদের মহড়া
- আপডেট সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুয়া কাগজপত্র বানিয়ে একটি নিরীহ পরিবারের জমি দখলে নিতে নিয়মিত মহড়া দিচ্ছে একদল সন্ত্রসি ও ভূমিদস্যুরা। এ ঘটনায় পাকুন্দিয়া পৌর সদর হাপানি গ্রামে উত্তেজনা বিরাজ
করছে। যেকোনো সময় সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী হলেন মোঃ নুরুল ইসলাম একই পরিবার। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে ভিটা হিসেবে পৈতৃক সম্পত্তি দাগ নং ৫৬০,
খতিয়ান নং২৩৪ সারে ১৮ শতাংশ ভোগদখল করে আসছেন।
গত ১৮ই আগস্ট২০২৪ রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলামকে পাড়া-প্রতিবেশী মোঃ রসুল মিয়া মোঃ রিফাত, আল আমিন, সোলায়মান, রুহুল আমিন, শুভ্র মিয়া সহ
কয়েকজন মিলে পূর্বের শত্রুতার যের ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে নুরুল ইসলাম কে কাঠের লাঠি দিয়া এলো পাতারি ভাবে শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে নীলা
ফোলা যখন করে। তারপর দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির ভাউন্ডারি টিনের ভেড়া কুপিয়ে কেটে ফেলে ও ভাঙচুর করে। মো. নুরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়, তারা আরো বলে বাড়ি থেকে বের হলেই পরিবারের
ক্ষতি করবে। মো.নুরুল ইসলাম সাংবাদিকদের জানান হাপানিয়া মৌজায় আমার বাড়ি ভিটা হিসাবে পৈত্রিক সূত্রে সাড়ে ১৮ শতাংশ জমি বিদ্যমান রয়েছে। যাহার দাগ নং ৫৬০, খতিয়ান নং ২৩৪.উক্ত ভূমি থেকে
সাড়ে ৮ শতাংশ ভূমি জোরপূর্ব ভাবে দখল করিয়া নিয়েছে পাড়া-প্রতিবেশী। অবশিষ্ট সাড়ে ৯ শতাংশ ভূমি দখল নেওয়ার পায়তারা করিতেছে। মো. নুরুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় গত ১৮ই আগস্ট একটি
অভিযোগ দায়ের করেন।পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তবে থানায় পুলিশ সদস্য কম থাকায় মাঠে যাওয়া হয়নি। এ নিয়ে যদি কোনোরকম সংঘর্ষের ঘটনা
ঘটে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।