ফরিদপুর সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা
- আপডেট সময় : ১২:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাননীয় সংসদ (ফরিদপুর-৪)। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল ।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নু মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেবা, সদরপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, নাছির উদ্দিন সরদার, রোকন উদ্দীন মোল্যা, মোয়াজ্জেম হোসেনসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকগণ ।