ফুলপুর সদর ইউনিয়নে পাকা রাস্তার উদ্বোধন করলেন এমপি শরীফ আহমেদ
- আপডেট সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫নং ফুলপুর সদর ইউনিয়নের বনগাঁও হতে ডেফুলিয়া বাজার পর্যন্ত রাস্তার পাকা করনের শুভ উদ্বোধন করেন ১৪৭ ময়মনসিংহ -২ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের মাননীয় এমপি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ(এমপি)। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ , সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহাব,ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ তারাকী বাবুল, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল ফকির। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা মাহমুদুল হাসান লিখন। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আকিকুল ইসলাম, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জনতার একাংশ