ভৈরবে ট্রাকের ধাক্কায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত।।
- আপডেট সময় : ০৩:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ভৈরবে ট্রাকের ধাক্কায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। নিহতের নাম হাজি মোঃ শাহিন (৪৫)। সে ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মিয়ার পুত্র ও ভৈরব সু মেটারিয়াল মালিক সমিতির সভাপতি। ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে।খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকসহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়।আটককৃত চালকের নাম সিরাজ মিয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের পানাউল্লারচর নামক স্থানে নেত্রকোণা থেকে ছেড়ে আসা গাছ বোঝায় ট্রাকটি ভৈরবগামী মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং পিছনে বসা আরোহী আহত হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ সাজু মিয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।