সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ছয় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের (খরিপ-২) ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল ৮ জুলাই রূপগঞ্জ উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ সার ও বীজ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককের মাঝে ব্রি ধান ৪৯, ৮৭ জাতের পাচ কেজি ধানের বীজ, ১০ কেজি বিএডিসি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। আয়োজিত বিতরণীয় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ একেএম মোকসেদুল আবেদীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
পরে কৃষকদের মাঝে সার ও বীজ তুলেদেন অতিথিবৃন্দরা