রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অভিযান চালিয়ে তারাবো পৌরসভার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের চার সদস্যকে অস্ত্রসহ গতকাল ১৭অক্টোবর বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে
যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো পৌরসভার দক্ষিণপাড়া গ্রামের মাসুদ ভুঁইয়ার ছেলে শ্রাবণ(২১), রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান(২২), সোহেল ভুঁইয়ার ছেলে সাহেদ ভুঁইয়া(২২) ও চনপাড়া গ্রামের রফিকের ছেলে বিজয়(২৩)। তাদের
কাছ থেকে রামদা, ছুরি, ছেনদা, চাপাতি, হাত বোমা, কাটারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী সরকার পতনের পর থেকে
তারা কায়েতপাড়ার বিভিন্ন গ্রামে আতœগোপনে ছিলো।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের অন্য সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।