সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৪:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে রিক্সার টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকরা। শনিবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের উপর নির্মিত এই সেতুটির টোল প্লাজার উপর ঘন্টা ব্যাপি অবরোধ করে তারা। এসময় সেতুটির উপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রিক্সা চালকদের অভিযোগ-পূর্বে খালি রিক্সা চালকদের টোল নেয়া হত না। মালামাল ও মানুষ পারাপারে ৫ টাকা টোল নেয়া হত। অথচ বর্তমান ইজারাদারের লোকজন ৫ টাকার পরিবর্তে ১০ টাকা জোর করে আদায় করছে। এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করা হয়।
তবে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি টোল ইজারাদার কে । এমনকি ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি।
এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ঝিনুক’এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন সরকারের নীতিমালা টেন্ডার অনুযায়ী তাদেরকে টোল পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে কারো নিকট বার্তি কোন টোল আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মেহেদী হাসান বলেন, টোলঘরের কাছে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
মুসা মিয়া
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা