সংবাদ শিরোনাম ::
হযরত শাহ আরিফিন জিন্দা অলির আস্তানাকে টিকিয়ে রাখার দাবি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
হযরত শাহ আরিফিন জিন্দা অলির আস্তানা।মধ্যনগর উপজেলা ১ নং উত্তর বংশী গুন্ডা বাকাতলা কান্দা পাড়া গ্রামে অবস্থিত। লোক মুখে প্রচলিত আছে যে। হযরত শাহ আরেফিন বা বা এখানে নামাজ ও এবাদত করতেন।প্রতি বৎসর চৈত্র মাসের( ১৫)(১৬) (১৭) ওরস মাহফিল হইত। আর্থিক তদারকির অভাবে বিলীন হয়ে যাচ্ছে জিন্দা অলির আস্তানা।শাহ আরেফিন জিন্দা অলির আস্তানার সভাপতি ডাক্তার মোঃ রমজান আলী চৌধুরীর ও এলাকাবাসীর দাবি আর্থিক তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনগণের প্রতিনিধিদের কাছে আবেদন এই যে, সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলা উত্তর বংশীগুন্ডা। কান্দাপাড়া বাকা তলা গ্রামের ঐতিহ্য এই জিন্দা অলির আস্তানাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের মর্জি হয়।