হালুয়াঘাটে বন্যহাতির আক্রমনে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন ও চেক বিতরণ
- আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালয়াঘাটে উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ৭/৭/২০২৪ইংরোজ রবিবার দুপুরে হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন সময় বন্যা হাতির আক্রমণে ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন ও চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সায়েম এমপি মাননীয় সংসদ সদস্য ১৪৬ ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউরা সংসদীয় আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ, খাইরুল আলম ভূঁইয়া,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখা ও মেয়র হালুয়াঘাট পৌরসভা, হালুয়াঘাট উপজেলার নবনির্বাচিত মহিলা আবাস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, ভাইস চেয়ারম্যান শেখ রাসেল, হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন, নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ১১ নং আন্তরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মাস্টার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বন্য হাতির আক্রমণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য গন।