হালুয়াঘাট প্রেসক্লাবের নয়া সভাপতি হাতেম সম্পাদক রাজ্জাক
- আপডেট সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সংসদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে যু গান্তর প্রতিনিধি মো.হাতেম আলীকে সভাপতি ও ই ত্তেফাক
সংবাদদাতা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আউয়াল (আজ কের ময়মনসিংহ), দুলাল রায় (ঢা কার ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হক
লিটন (বি জয় টিভি), মনিরুজ্জামান মনির (মু ক্ত খবর), সাংগঠনিক সম্পাদক শাহাদত আলী (দৈ নিক দিগ ন্ত বাংলা), দপ্তর সম্পাদক সৈয়দ
তরিকুল্লাহ আশরাফী (প্রতিদি নের সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলিমুল ইসলাম (খব র পত্র), সদস্য বাবুল হোসেন (ভো রের কাগজ),
মো.সাইফুল ইসলাম (ভো রের সময়), শুভাশীষ সরকার শুভ (ব্রক্ষ পুত্র এক্সপ্রেস) আনসারুল হক রাসেল (ন য়া দিগন্ত), রফিকুল্লাহ চৌধুরী মানিক (স
ম কাল),দেওয়ান নাঈম (বিডি২৪লাইভ ডটকম ),জাকিরুল ইসলাম (আ জকে র পত্রিকা)।