হিজরী নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বাগত র্যালী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
হিজরী নববর্ষ ১৪৪৬ উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বাগত র্যালী বের করেছে। রবিবার(৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে স্বাগত মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত র্যালী পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেছেন, হিজরী সন ও তারিখ অবগত থাকা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। হিজরী ইসলামী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ বিষয়। হিজরী সন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কা থেকে মদিনা হিজরতের ঐতিহাসিক তাৎপর্যময় ঘটনার অবিস্মরণীয় স্মারক। হজরত ওমর (রা.) তাঁর খিলাফতকালে হিজরতের ১৭তম বর্ষে হিজরী সন গণনা শুরু করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন,আরবি নতুন বছরের শুরু থেকে আল্লাহর মু’মিন বান্দা হওয়ার প্রতিযোগিতা শুরু করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, হোসাইন বিন সারোয়ার, নাজিম উদ্দিন, ইব্রাহীম খলিল, উবায়দুল্লাহ মাহমুদ, ইউসুফ মালিক, আশিকুল ইসলাম, এম জসীম খাঁ, আব্দুর রহমান, আবু হানিফ প্রমুখ। কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী আরও বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধী ও নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ ১০ শতাংশের বেশি নয়। উন্নত সকল দেশে মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। অন্যদিকে যার ব্যতিক্রম একমাত্র আমাদের দেশে। বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে এমতাবস্থায় ৫০ শতাংশের অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে একই সাথে দেশ থেকে মেধা পাচার হয়ে যাবে। বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোন যৌক্তিকতা নেই। এমতাবস্থায় সরকারকে আহ্বান করবো দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন। স্বাগত র্যালী শেষে হিজরী নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী দেশবাসী এবং সারাদেশের নেতৃবৃন্দকে হিজরী সনের শুভেচ্ছা জানান।